
স্পিন বোলদাকে স্বদেশফেরতদের সংবর্ধনা, উপস্থিত ছিলেন মোল্লা আব্দুল গনি বারাদা
স্পেশাল ডেস্ক রিপোর্ট | Channel IR | ৩০ এপ্রিল ২০২৫
আফগানিস্তানে স্বদেশফেরত নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শন ও পুনর্বাসন কার্যক্রম পর্যবেক্ষণে কান্দাহারের স্পিন বোলদাক জেলায় সফর করেছেন ইমারতে ইসলামিয়ার অর্থনৈতিক উপ-প্রধান মোল্লা আব্দুলগনী বারাদার আখুন্দ (হাফিযাহুল্লাহ)। সফরকালে তিনি প্রত্যাবর্তনকারীদের সাথে সরাসরি সাক্ষাৎ করেন এবং আবেগঘন বক্তব্য রাখেন।
মোল্লা বারাদার বলেন, “আপনাদের এই প্রত্যাবর্তন আমাদের জীবনের সবচেয়ে আনন্দময় এবং আফগান গর্বের মুহূর্ত। স্বাধীনতা, গৌরব, মালিকানার অনুভূতি এবং প্রকৃত সুখ কেবল নিজের মাতৃভূমিতেই সম্ভব।”
তিনি আশ্বাস দেন, ইমারতে ইসলামিয়া স্বদেশফেরতদের যেকোনো সমস্যার সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে এবং তাদের সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদান করবে। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা আফগানদের এই প্রত্যাবর্তন প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ায়।
ইতোমধ্যে ইমারতে ইসলামিয়া ফিরতি নাগরিকদের জন্য আবাসন, খাদ্য, সুপেয় পানি, নগদ সহায়তা ও অন্যান্য মৌলিক সুবিধা নিশ্চিত করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। জানা গেছে, বিভিন্ন অঞ্চলে শরণার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে নতুন শহর নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে।