আজ সোমবার ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

“রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় বিয়েকে সহজ করার দাবি”—রফিকুল ইসলাম মাদানী

Channel IR ডেস্ক রিপোর্ট
“রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় বিয়েকে সহজ করার দাবি”—রফিকুল ইসলাম মাদানী

ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা রফিকুল ইসলাম মাদানী সম্প্রতি এক বক্তব্যে সমাজে নৈতিকতা রক্ষায় ইসলামী সমাধান তুলে ধরেছেন। তিনি বলেন, “অধিকারের নামে আমাদের মা-বোনদের যৌনকর্মী বলে লজ্জিত না করে, রাষ্ট্রীয়ভাবে (মাসনা) দ্বিতীয় বিয়েকে সহজ করার ব্যবস্থা করুন। আমরা রাজি আছি, তাহলে আর কোনো যৌনপল্লী লাগবে না, অধিকারের প্রশ্ন আসবে না।”

তিনি আরও বলেন, ইসলামে বহু বিবাহের অনুমতি শুধুমাত্র পুরুষের খেয়ালখুশির বিষয় নয়, বরং তা সমাজের অসংখ্য সমস্যার বাস্তবসম্মত সমাধান। বিশেষ করে বিধবা, তালাকপ্রাপ্ত ও নিঃসন্তান নারীদের নিরাপত্তা ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে এ ব্যবস্থা কার্যকর হতে পারে।

মাদানীর মতে, যদি রাষ্ট্রীয়ভাবে মাসনা তথা একাধিক বিয়ের নীতিকে সহজতর করা হয়, তবে সমাজে অনৈতিকতার হার কমে আসবে এবং পরিবারব্যবস্থা আরও সুসংগঠিত হবে। তিনি বলেন, “নিয়মতান্ত্রিকভাবে বহু বিবাহ চালু থাকলে যুবসমাজের জন্য পবিত্রতার পথ সহজ হবে এবং অবৈধ সম্পর্কের প্রবণতা হ্রাস পাবে।”

Channel IR ডেস্ক রিপোর্ট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *