আজ শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

তিন ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর সোমবার সকাল ১০টার পর থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম।

এর আগে সকাল ৬টা ৫০ মিনিটের দিকে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রাজশাহী-চিলাহাটি চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি জেলার বেলপুকুর এলাকায় লাইনচ্যুত হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসার কিছুক্ষণ পর বেলপুকুর নামক স্থানে লাইনচ্যুত হয় ট্রেনটি। এর দুটি চাকা লাইনের বাইরে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘এটিই রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রথম ট্রেন। ফলে সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। রাজশাহী অভিমুখে আসা ট্রেনগুলোও পথে আটকা পড়ে। উদ্ধারকাজ শেষে ১০টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *