
Channel IR | ডেস্ক রিপোর্ট
প্রকাশকাল: ২২ মে ২০২৫ | ওয়াশিংটন ডিসি
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে একটি ইহুদি অনুষ্ঠানে অংশগ্রহণকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা। ঘটনাটি ঘটে ২১ মে, বুধবার রাতে, যা নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স।
ঘটনাস্থল ছিল ওয়াশিংটন ডিসির তৃতীয় ও এফ স্ট্রিটের সংযোগস্থলে, যেখানে জাদুঘরটি অবস্থিত। একই এলাকায় রয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও মার্কিন অ্যাটর্নি জেনারেলের অফিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই কর্মকর্তা—একজন পুরুষ ও একজন নারী—উভয়েই যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি কূটনৈতিক মিশনের সদস্য ছিলেন। ইসরায়েলি দূতাবাস থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করা হলেও, তারা দূতাবাসের প্রতিনিধিদের উপস্থিতি বা পরিচয় বিষয়ে বিস্তারিত জানায়নি।

নিহত দুই ইজরায়লী দূতাবাস কর্মী
ওয়াশিংটন পুলিশের প্রধান পামেলা স্মিথ জানান, অনুষ্ঠান শুরু হওয়ার আগে জাদুঘরের বাইরে এক ব্যক্তি সন্দেহজনকভাবে হাঁটছিলেন। পরে পুলিশ তাকে আটক করে। তাকে আটকের পর ওই ব্যক্তি ‘ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতে থাকেন।
ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন জানিয়েছেন, নিহত দুই কর্মকর্তাকে “খুব কাছ থেকে গুলি” করা হয়েছে এবং তারা উভয়েই ঐ অনুষ্ঠানটিতে অংশ নিচ্ছিলেন।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম নিশ্চিত করেছেন যে নিহতরা ইসরায়েলি দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
ঘটনার পর এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। হামলার মোটিভ এখনও স্পষ্ট নয়, তবে এটি একটি রাজনৈতিক বার্তা বহন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Channel IR | আন্তর্জাতিক ডেস্ক