আজ শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাণিজ্য ও অর্থনৈতিক চ্যালেঞ্জকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: অর্থ উপদেষ্টা

অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার বাণিজ্য ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলো সমাধানে দক্ষ ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট বিভাগে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকায় সচিবালয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে সালেহউদ্দিন আহমেদ এ কথাগুলো বলেন। অ্যামচেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অ্যামচেম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংক এনএর সিটি কান্ট্রি অফিসার (সিসিও) মো. মইনুল হক; মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানির (মেটলাইফ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা উদ্দিন আহমদ; ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ; বেকটন ডিকিনসন বাংলাদেশের কান্ট্রি লিডার মির্জা সজীব রায়হান; ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা; এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া ও অ্যামচেম সেক্রেটারি চৌধুরী কায়সার মোহাম্মদ।

সাক্ষাতের সময় দেশের বাণিজ্য সুবিধা বৃদ্ধি, সরকারি খাতে আধুনিকায়ন ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির (এফডিআই) জন্য সহায়ক ডিজিটাল লেনদেন পরিকাঠামো গঠন এবং সর্বোপরি ব্যবসাকে সহজীকরণের বিষয়ে কিছু সুপারিশ দেয় অ্যামচেম। এর জবাবে উপদেষ্টা জানান, তিনি আইনি কাঠামো ও অন্যান্য প্রাসঙ্গিক কারণ বিবেচনা করে সুপারিশগুলো পর্যালোচনা করবেন।

অ্যামচেম জানায়, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অগ্রাধিকার দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা প্রয়োজন। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা ও সরবরাহব্যবস্থা ঠিক করা আবশ্যক।

অন্যদিকে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, বর্তমান আইনি কাঠামোর সংস্কার, সাইবার নিরাপত্তা বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়ে জোর দিতে উপদেষ্টাকে পরামর্শ দেয় অ্যামচেমের প্রতিনিধিদল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *