
Channel IR ডেস্ক রিপোর্ট
রবিবার | ৬ জুলাই | ২০২৫
ফের ইসরায়েলে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের পাল্টা হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক:
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবারও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। তবে ইসরায়েল জানিয়েছে, রোববার (৬ জুলাই) ভোরে ছোড়া ক্ষেপণাস্ত্রটি আকাশেই প্রতিহত করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ভোরে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার সময় বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, যাতে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারে।
অন্যদিকে হুথি বিদ্রোহীদের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলীয় জাফা এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, গাজায় আগ্রাসন বন্ধ না হলে এই ধরনের হামলা আরও চলবে।
এ হামলার জবাবে ইসরায়েল হুথিদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধ আরোপের হুমকি দিয়েছে।
রয়টার্স সূত্রে জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের দিকে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
হুথিরা শুধু ইসরায়েল নয়, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এতে বৈশ্বিক বাণিজ্যে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তবে অধিকাংশ হামলা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সফলভাবে প্রতিহত করছে।
রয়টার্স আরও জানিয়েছে, হুথিদের এসব হামলার জবাবে ইসরায়েলও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইয়েমেনের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
👉 সংবাদ প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনের মাধ্যমে।
📌 Channel IR | ইনসাফ অনুসন্ধানে সত্য
🕊️ #ফিলিস্তিন #ইসরায়েল #হুথি #ইয়েমেন #MiddleEastConflict #ChannelIR
আরও আপডেটের জন্য চোখ রাখুন Channel IR-এ।