আজ সোমবার ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন

Channel IR ডেস্ক রিপোর্ট
প্রধান উপদেষ্টা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন
ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫ | ডেস্ক রিপোর্ট | Channel IR

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বৃহস্পতিবার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের নতুন সুযোগ অন্বেষণে দুই দেশের একসঙ্গে কাজ করা জরুরি।

রাজধানীর স্টেট গেস্ট হাউস যমুনায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান তিনি। উল্লেখযোগ্যভাবে, গত ১৫ বছরে এটাই ছিল প্রথম ফরেন সেক্রেটারি পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা।

প্রধান উপদেষ্টা বলেন, “কিছু বাধা আছে, তবে আমাদের সেই বাধা কাটিয়ে একসঙ্গে সামনে এগোতে হবে।”
তিনি আরও জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং SAARC-এর কাঠামোর ভেতরে সহযোগিতা বাড়ানো তার অগ্রাধিকার।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ বলেন, দুই দেশের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগানো প্রয়োজন। তিনি বলেন, “আমাদের নিজস্ব বড় বাজার রয়েছে। প্রতিবারই সুযোগ হাতছাড়া করা যাবে না।”

তিনি বেসরকারি খাতের মধ্যে নিয়মিত B2B সংযোগ ও বিভিন্ন পর্যায়ে সফর বিনিময়ের ওপর জোর দেন। জানুয়ারিতে পাকিস্তানের শীর্ষ ব্যবসায়িক সংগঠন FPCCI বাংলাদেশ সফর করে এবং FBCCI-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

বালোচ আশা প্রকাশ করেন, এপ্রিলের শেষে পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইশাক ডারের বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

প্রধান উপদেষ্টা ইউনুস বলেন, “দীর্ঘদিন আমরা একে অপরের সঙ্গে দূরত্বে ছিলাম। এখন সেই বরফ গলছে। যুব ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা যেতে পারে।”

তিনি আরও জানান, ২০২৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে এবং কায়রোর ডি-৮ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে তার সাক্ষাৎ দ্বিপাক্ষিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উভয় দেশ SAARC, OIC ও D-8-এর মতো প্ল্যাটফর্মে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

Channel IR, ঢাকা।
শেষ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *