
চট্টগ্রামের খুলশীস্থ কুসুমবাগে প্রতারক ইমাম উদ্দিনের প্রেমের ফাঁদে পড়ে ২ সন্তানের জননীর ঘরভাঙা, লুট হয় ৫ ভরি স্বর্ণ ও বিদেশযাত্রার জন্য জমা রাখা ৪ লাখ টাকা!
চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন কুসুমবাগ এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক প্রতারণার কাহিনি। স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি ইমাম উদ্দিন প্রেমের অভিনয় করে এক নারীর ঘর ভাঙিয়ে দিয়েছেন, হাতিয়ে নিয়েছেন বিদেশযাত্রার জন্য স্বামীর পরিশ্রমে জমা রাখা ৪ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার।
দুই সন্তানের জননী সেই নারী এখনো রয়েছেন প্রতারকের সঙ্গে, আর তার দুটি অবুঝ শিশু পড়ে আছে মায়ের জন্য কাঁদতে কাঁদতে অসহায়ভাবে।
ঘটনার সূত্রপাত, যখন ইমাম উদ্দিন ওই নারীর নবনির্মিত ঘরে ইলেকট্রিক কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি করেন। সেখান থেকেই ধীরে ধীরে প্রেমের ফাঁদে ফেলে দেন রাকিবা আক্তার নামের ওই নারীকে। ২৭ এপ্রিল, রাকিবা তার স্বামীর বিদেশযাত্রার জন্য ঘরে জমা রাখা নগদ ৪ লাখ টাকা এবং ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান ইমাম উদ্দিনের সঙ্গে।
জানা যায়, তার স্বামী কাবিন হিসেবে দিয়েছিলেন ৩ ভরি স্বর্ণ, আর প্রথম সন্তানের জন্ম উপলক্ষে শিশুর দাদী উপহার দিয়েছিলেন আরও ২ ভরি স্বর্ণ। সেই সকল গহনা ও অর্থ নিয়েই স্ত্রী ঘর ছাড়েন এক প্রতারকের হাত ধরে।
রাকিবার স্বামী খুলশী থানায় নিখোঁজ ডায়েরি করলে ২৯ এপ্রিল একটি গাড়িতে করে দুই শিশুকে ফেলে রেখে যায় তাদের নানা বাড়ির পাশে রাস্তায়। কিন্তু সেই জননী ফিরে তাকাননি একবারও, দুই সন্তানের বুকফাটা কান্নাও গলেনি প্রতারক ইমাম উদ্দিন বা মায়ের হৃদয়।
এলাকাবাসী জানায়, এমন নিষ্ঠুরতা আগে দেখেনি কেউ। একদিকে প্রেমের ছলনায় সর্বস্ব হারানো সংসার, অন্যদিকে মা-বঞ্চিত অবুঝ শিশুদের কান্না—দুটি জীবন যেন পড়ে রইল এক নির্মম বাস্তবতার শিকার হয়ে।
প্রতারক ইমাম উদ্দিনের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানার দরারনদী গ্রামে, পিতার নাম মৃত রেজাউল করিম। উল্লেখযোগ্য হলো, ইমাম নিজেও বিবাহিত এবং এক সন্তানের জনক।
Channel IR-কে দেওয়া সাক্ষাৎকারে ভুক্তভোগী নারীর বাবা মো. আবুল কাশেম নিশ্চিত করেছেন, তার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করে গেছে ওই প্রতারক।
শেষ কথা:
এই ঘটনা আমাদের সমাজে বিশ্বাস, ভালোবাসা ও পারিবারিক মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রতিচ্ছবি। শিশুদের কান্নাও যেখানে একজন মায়ের হৃদয় গলাতে পারে না, সেখানে প্রশ্ন উঠে—এমন মানুষ কি আদৌ মা কিংবা মানুষ? Channel IR শিগগিরই ভিডিও সাক্ষাৎকারসহ ঘটনার পূর্ণ অনুসন্ধান প্রকাশ করবে তার অফিসিয়াল পেইজে। চোখ রাখুন আমাদের সঙ্গে।