আজ শুক্রবার ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

পর্দা ও নিক্বাব পরিধান করায় অন্তঃসত্ত্বা নারী শিক্ষিকাকে হেনস্থা!

Channel IR । ৩০ এপ্রিল ২০২৫। দেশ

বান্দরবানের সদর ইউনিয়নের রেইছা এলাকায় বান্দরবান বেসিক ট্রেনিং অন প্রাইমারি টিচার্সের ভাইভায় নিক্বাব পরে অংশ নেওয়ায় এক অন্তঃসত্ত্বা নারী শিক্ষিকাকে লlঞ্ছিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খান।

ঐ নারী শিক্ষিকাকে মোফাজ্জল হোসেন বলেন; আপনার মুখ বন্ধ কেনো? আপনার মুখ বন্ধ রাখলে কোন পাপ মোচন হবে? আপনি জানেন, আমি এই পর্দার করার কারণে একজনকে সlসপেন্ড করেছি।

বাংলাদেশে আশঙ্কlজনকভাবে ইসলামবিদ্বেষ বেড়েই চলেছে। আইনি কোন পদক্ষেপ না নেওয়ায় এভাবে প্রতিনিয়ত পর্দার কারণে হেনস্তার শিকার হচ্ছে শতশত নারীকে।

Spread the love

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *