
Channel IR ডেস্ক রিপোর্ট
ঢাকা সফরে পাকিস্তানি পররাষ্ট্র সচিব, শুরু হলো সচিব পর্যায়ের বৈঠক
ঢাকা, ১৭ এপ্রিল —
ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে রয়েছেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে বুধবার ঢাকায় পৌঁছান পাকিস্তানি পররাষ্ট্র সচিব আমনা বালুচ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান।
বৈঠকটি ইসহাক দারের সম্ভাব্য বাংলাদেশ সফরের প্রাক্কালে অনুষ্ঠিত হওয়ায় কূটনৈতিক মহলে এটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পুনরায় সচল হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, “পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিন স্থবির ছিল। এখন আমরা স্বাভাবিক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সেই সম্পর্ককে সামনে এগিয়ে নিতে চেষ্টা করছি। এটি আমাদের জাতীয় স্বার্থেই করা হচ্ছে।”
চলমান বৈঠকে বাণিজ্য, ভিসা, শিক্ষাবিনিময় এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Channel IR ডেস্ক
