আজ বৃহস্পতিবার ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন

Channel IR ডেস্ক রিপোর্ট
গাজীপুরে মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন

গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও দুজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মিনিবাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে তা উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু প্রাণ হারায় এবং বাকি দুজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা চ্যাম্পিয়ন পরিবহনের ওই মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার আহমেদ জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক আছে।

– Channel IR ডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *