
নিজস্ব প্রতিবেদন by Channel IR

ঢাকা, ২১ মার্চ ২০২৫

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা করেনি। তবে, যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের প্রতিবেদনের ভিত্তিতে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার বিষয়টি আলোচনায় রয়েছে।
ড. ইউনূস আরও বলেন, “আমরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেওয়া হবে না।”
সরকার দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে বলে তিনি জানান। যদি রাজনৈতিক দলগুলো সীমিতসংখ্যক সংস্কার চায়, তাহলে নির্বাচন এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। তবে, বৃহত্তর সংস্কার প্রয়োজন হলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।