
ইউরোপ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি হারে সামরিক প্রস্তুতি নিচ্ছে। প্রতিরক্ষা খাতে ব্যয় এবং অস্ত্র উৎপাদনের অর্ডার এতটাই বেড়েছে যে, বড় বড় প্রতিরক্ষা কোম্পানিগুলো তা সামাল দিতেই হিমশিম খাচ্ছে। বর্তমানে ইউরোপজুড়ে প্রতিরক্ষা খাতে অসম্পূর্ণ অর্ডারের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৫ বিলিয়ন ডলার, যা ২০২১ সালের তুলনায় ১০৩% বেশি।ইউরোপীয় ইউনিয়নের মোট প্রতিরক্ষা ব্যয় ২০২১ সালে যেখানে ছিল ২৬৭ বিলিয়ন ডলার, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ বিলিয়নে।
শুধু জার্মানির রাইনমেটাল কোম্পানির বকেয়া অর্ডারই ২০২১ সালের ২৬.২ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে পৌঁছেছে ৬৭.৪ বিলিয়নে। ফ্রান্স ও জার্মানির যৌথ প্রতিষ্ঠান KNDS-এর বকেয়া অর্ডার ২০২১ সালে ছিল ১১.৩ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালে বেড়ে হয়েছে ২৫.১ বিলিয়ন। প্রতিষ্ঠানটির বার্ষিক বিক্রিও বেড়েছে প্রায় ৪০ শতাংশ।এই পুরো সামরিক প্রস্তুতির খরচ ইতোমধ্যে পৌঁছেছে ৮৬০ বিলিয়ন ডলারে। এখন প্রশ্ন উঠছে—এই বিপুল সামরিক ব্যয়ের পেছনে আসল হুমকি কে? ইউরোপ কি সত্যিই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, নাকি কেউ তাদের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে?