
হামাসের ৭৫% টানেল এখনো অক্ষত, ব্যর্থ দখলদার ইসরায়েলি বাহিনী
Channel IR ডেস্ক রিপোর্টহামাসের ৭৫% টানেল এখনো অক্ষত, ব্যর্থ দখলদার ইসরায়েলি বাহিনী
রিপোর্টার: Channel IR ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের মুজাহি#দিনদের ব্যবহৃত টানেলগুলোর ৭৫ শতাংশ এখনো অক্ষত রয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী বহু প্রচেষ্টা চালিয়েও মাত্র ২৫ শতাংশ টানেল ধ্বংস করতে পেরেছে। এমন তথ্য দিয়েছে জেরুজালেম পোস্ট, নিরাপত্তা বিভাগের এক অভ্যন্তরীণ সূত্রের বরাতে।
সূত্র জানায়, বিশেষ করে মিশর থেকে গাজার দিকে যাওয়া অনেক টানেল এখনো সচল রয়েছে। এই টানেলগুলো হামাস যোদ্ধাদের নিরাপদ আশ্রয় ও প্রতিরোধ গড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ ইসরায়েলি চ্যানেল নিউজ টুয়েলভকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি নিজ চোখে দেখেছি কয়েকটি টানেল মিশরের দিকে প্রবেশ করেছে। কিছু বন্ধ, আবার কিছু এখনো খোলা।”
গাজায় দখলদার ইসরায়েলের লা...