
হামাসের অতর্কিত হামলায় ১৪ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৬ — তীব্র হচ্ছে গাজ্জা সংঘাত
অর্থ-বাণিজ্য, আইন ও বিচার, পশ্চিমা বিশ্ব, ফিলিস্তিনের জিহাদ, বিজ্ঞান ও প্রযুক্তি, মধ্যপ্রাচ্য, রাজনীতি, শিল্প ও সংস্কৃতি
Channel IR ডেস্ক রিপোর্ট |
হামাসের অতর্কিত হামলায় ১৪ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৬ — তীব্র হচ্ছে গাজ্জা সংঘাত
গাজ্জা উপত্যকায় আগ্রাসনের প্রতিশোধ হিসেবে আজ বুধবার হামাসের চালানো এক অতর্কিত হামলায় ১৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং কমপক্ষে ১৬ জন আহত হয়েছে বলে স্থানীয় সামরিক সূত্র জানিয়েছে। গাজ্জা সিটির অদূরবর্তী এলাকায় ইসরায়েলের সাঁজোয়া কনভয় লক্ষ্য করে এই অভিযান চালায় হামাসের সশস্ত্র শাখা আল কাসসাম ব্রিগেড।
চলমান আগ্রাসনের তীব্র চিত্র:এদিকে, ইসরায়েল তাদের আগ্রাসন আরও তীব্র করেছে এবং প্রতিদিনই গাজ্জায় বিমান হামলা এবং স্থল অভিযান চালাচ্ছে। আজ ভোরেও শুজাইয়া এলাকা এবং দেইর আল-বালাহতে বিমান হামলায় কমপক্ষে ২১ ফিলিস্তিনি প্রাণ হারান, যার মধ্যে শিশু এবং ত্রাণের অপেক্ষায় থাকা সাধারণ মানুষও ছিলেন।
সালাহউদ্দিন সড়কে ত্রাণ প্রত্যাশী মানুষের ওপর আগুন খোলেন ইসরায়েলি সেনারা, এবং ন...