
রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ১
Channel IR ডেস্ক রিপোর্টরাঙামাটি-চট্টগ্রাম সড়কে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ১
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। আজ দুপুরে একটি সিএনজি অটোরিকশা ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। গুরুতর আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে প্রশাসন।
আরও আপডেট পেতে চোখ রাখুন Channel IR-এর পর্দায়।...