
ফ্যাসিস্ট খুনিদেরকে ‘মন্ত্রী-এমপি’ সাজিয়ে বৈধতা দিচ্ছে ‘কালবেলা’?
ফ্যাসিস্ট খুনিদেরকে ‘মন্ত্রী-এমপি’ সাজিয়ে বৈধতা দিচ্ছে ‘কালবেলা’?
রিপোর্টার: Channel IR ডেস্ক
আজ সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে ‘কালবেলা অনলাইন’-এর একটি প্রতিবেদন, যেখানে আদালতে হাজির হওয়া কয়েকজন হেলমেট ও বুলেটপ্রুফ পরিহিত আসামিকে “বিভিন্ন মন্ত্রী এমপি” বলে উল্লেখ করা হয়েছে। আদালতে রিমান্ড ও জামিন শুনানির সময়কার ছবি ও ভিডিওতে দেখা যায়, এরা সবাই আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় আদালতে হাজির হয়েছেন।
প্রশ্ন উঠেছে, এরা কি সত্যি মন্ত্রী-এমপি? নাকি আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ফ্যাসিস্ট অপরাধী?বিশ্লেষকদের মতে, ‘কালবেলা’ উদ্দেশ্যমূলকভাবে এখনো এই অপরাধীদের ‘মন্ত্রী-এমপি’ হিসেবে পরিচয় দিয়ে একটি পতিত ও খুনি রাজনীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
বিশ্ব রাজনীতিতে স্বাধীন সাংবাদিকতা যখন গণতন্ত্রের হাতিয়ার, তখন একটি গণমাধ্যম কীভাবে বিচারাধীন খুন, দুর্নীতি, দমন-পীড়নের ...