
জুলাই শহীদ কন্যার আত্মহত্যা: বিচারহীনতার গ্লানিময় পরিণতি
Channel IR ডেস্ক রিপোর্টজুলাই শহীদ কন্যার আত্মহত্যা: বিচারহীনতার গ্লানিময় পরিণতি
রিপোর্ট:স্বাধীনতার স্বপ্নের চূড়ান্ত অবমাননা—পটুয়াখালীতে আবারও শহীদ পরিবারের রক্তাক্ত ইতিহাস লেখা হলো।ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের কন্যা (১৭) আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে পটুয়াখালীর শেখেরটেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ জসিম উদ্দিনের চাচাতো ভাই কালাম হাওলাদার।
পরিবার জানায়, গত ১৮ মার্চ সন্ধ্যায় পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়িতে যাওয়ার পথে, শহীদকন্যা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। তারপর তিনি নিজেই সাহস করে দুমকি থানায় মামলা দায়ের করেন।
কিন্তু এরপরই শুরু হয় ভয়াবহ মানসিক যুদ্ধ।সামাজিক চাপ, অপমান, হুমকি এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা—সব মিলিয়ে মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েন তিনি।...