
গাজায় আল-কাসসাম ব্রিগেডের পাল্টা আঘাত – ধ্বংস হলো ইসরায়েলি সামরিক যান, হতাহত একাধিক সৈন্য
Channel IR ডেস্ক রিপোর্টতারিখ: ২১ এপ্রিল ২০২৫গাজায় আল-কাসসাম ব্রিগেডের পাল্টা আঘাত – ধ্বংস হলো ইসরায়েলি সামরিক যান, হতাহত একাধিক সৈন্য।
ফিলিস্তিনভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ সংগঠন আল-কাসসাম ব্রিগেড, যা হামাসের সামরিক শাখা, উত্তর গাজায় একাধিক সফল অভিযানের তথ্য প্রকাশ করেছে। সংগঠনটির দাবি—এই সব হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং সরাসরি দখলদার ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পরিচালিত।
সূত্র জানায়, গত ১৯ এপ্রিল শনিবার, গাজার বেইত হানুন এলাকায় একটি ইসরায়েলি সামরিক যানবাহনের ওপর হামলা চালান আল-কাসসাম ব্রিগেডের হামাস যোদ্ধারা। হামলায় গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং এতে থাকা সব জায়োনিস্ট সৈন্য হতাহত হয়। পরে ঘটনাস্থলে আসা একটি উদ্ধারকারী দলও হামাস যোদ্ধাদের টার্গেট হয়, গুলিবর্ষণে ১ সৈন্য নিহত এবং ৪ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পরে ইসরায়েলি হেলিকপ...