
ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪০০-এর বেশি
Channel IR ডেস্ক রিপোর্টইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪০০-এর বেশি
ইরানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ এক বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো এলাকা। শনিবার (২৬ এপ্রিল) রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দক্ষিণে শহীদ রেজাই বন্দরের সিনা কনটেইনার ইয়ার্ডে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে—হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত এই বন্দরে বিস্ফোরণটি ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি জ্বালানি ট্যাংক থেকেই বিস্ফোরণের সূচনা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। বিস্ফোরণে ৪০০-এর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইরানের জরুরি সেবা বিভাগ জানা...