
প্রকৃতির প্রতিশোধ? দাবানলে জ্বলছে দখলদার ইসরায়েল
Channel IR ডেস্ক রিপোর্ট | ২৪ এপ্রিল ২০২৫প্রকৃতির প্রতিশোধ? দাবানলে জ্বলছে দখলদার ইসরায়েল
দখলদার ইসরায়েলের একাধিক শহরে ভয়াবহ দাবানলে নেমেছে যেন প্রকৃতির ভয়ঙ্কর প্রতিশোধ। ২৩ এপ্রিল, বুধবার রাত থেকে বেইত শেমেশ শহরের ঝোপঝাড়ে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে শহরের কেন্দ্রস্থলে—তীব্র তাপ ও বাতাস যেন আগুনকে ত্বরান্বিত প্রতিশোধের বার্তা দিয়ে চলেছে।
রাস্তায় গাড়ি ফেলে পালাচ্ছে মানুষ, ট্রেন বন্ধ, আকাশ ঢাকা ধোঁয়ায়—জেরুজালেম থেকেও দেখা যাচ্ছে আগুনের ছায়া। মনে হয়, প্রাকৃতিক নিয়মে দখলদারদের স্বাভাবিক জীবন থমকে গেছে।
টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, ১১০টি দমকল ইউনিট, আটটি বিমান, একটি হেলিকপ্টার, সেনাবাহিনী—সব একসাথে লাগানো হয়েছে আগুন নেভাতে, তবুও নিয়ন্ত্রণে আসছে না। যেন প্রকৃতি হিসেব চাইছে জমে থাকা অন্যায়, নিপীড়নের।
দাবানলে আহত হয়েছে নয়জন, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া...