
নিয়মিত অধিবেশনে ১৭টি প্রকল্প অনুমোদন করল ইমারতে ইসলামিয়ার জাতীয় ক্রয় কমিশন
বিগত ১১ জানুয়ারি কাবুলের মারমারিন প্রাসাদে অনুষ্ঠিত হয়েছে ইমারতে ইসলামিয়ার জাতীয় ক্রয় কমিশনের নিয়মিত অধিবেশন। এই কমিশনের সভাপতিত্ব করে থাকেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ। এবারের অধিবেশনে মোট ৩২টি প্রকল্প আলোচনার জন্য উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১৭টি প্রকল্প চুক্তি অনুমোদন করা হয়েছে, যার মূল্য প্রায় ৩ বিলিয়ন আফগানি। এছাড়া আরও ৯টি প্রকল্প সংশোধন করা হয়েছে। ক্রয় প্রক্রিয়ায় ত্রুটি থাকায় ২টি প্রকল্প বাতিল করেছে উক্ত কমিশন।
অনুমোদিত ও সংশোধিত প্রকল্পসমূহের মধ্যে রয়েছে কাবুলে আরগন্দি পরিবহন টার্মিনাল নির্মাণ, হেরাত প্রদেশের গুজারা জেলায় মালবাহী যানবাহনের জন্য পার্কিং অঞ্চল প্রতিষ্ঠা, আকিনা-আন্দোখই ও তুরগন্দি রেলওয়ে সংস্কার, কান্দাহার, হেলমান্দ এবং ফারাহ প্রদেশে ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ, কাবুল শহর...