
জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকৃতি, ১৩ বছরের মুসলিম কিশোরের উপর বর্বর হামলা
Channel IR | ডেস্ক রিপোর্ট‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকৃতি, ১৩ বছরের মুসলিম কিশোরের উপর বর্বর হামলা
ভারতের উত্তর প্রদেশের কানপুর জেলায় ১৩ বছর বয়সী এক মুসলিম কিশোরকে কাঁচের বোতল দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে একদল উগ্র হিন্দুত্ববাদী যুবক। ভারতের সংবাদমাধ্যম ‘দি মুসলিম মিরর’-এর প্রতিবেদনে রোববার (১৯ এপ্রিল) এই ভয়াবহ ঘটনার তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, ওই কিশোরকে প্রথমে উগ্রপন্থীরা অপমান করে তাদের পা ধরতে বাধ্য করে। কিন্তু সে তা অস্বীকার করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে জোর করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বলে। কিশোরটি বারবার স্লোগান দিতে অস্বীকৃতি জানালে, এক পর্যায়ে তাকে কাঁচের বোতল দিয়ে নির্মমভাবে আঘাত করা হয়।
এই বর্বর হামলার ফলে কিশোরটি মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় থানায় এই হামলার ঘটনায় একটি এফআইআর দায...