
আফগান বিমান বিশ্ববিদ্যালয়ের ১০ জন নতুন পাইলটের সফল প্রশিক্ষণ সমাপ্তি
Channel IR ডেস্ক রিপোর্টআফগান বিমান বিশ্ববিদ্যালয়ের ১০ নতুন পাইলটের সফল প্রশিক্ষণ সমাপ্তি
আফগান বিমান বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১০ জন পাইলট সফলভাবে তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছেন। এদের মধ্যে ৬ জন পাইলট ‘সেসনা ২০৮’ বিমান চালনায় এবং বাকি ৪ জন এম-১৭ হেলিকপ্টার চালনায় পেশাগত প্রশিক্ষণ লাভ করেছেন। পুরো প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় ৩ বছর।
এই উপলক্ষে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালিবান বিমান বাহিনীর চিফ অব স্টাফ নাকিবুল্লাহ মুকিম হাফিযাহুল্লাহ। তিনি বলেন, “পাইলটিং একটি জটিল ও চ্যালেঞ্জিং পেশা। এর জন্য কেবল সাহস নয়, প্রয়োজন প্রচণ্ড বুদ্ধিমত্তা ও নিষ্ঠা। পাইলটদের সবসময় শেখার আগ্রহ বজায় রাখতে হবে।”
সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপমন্ত্রী বাজ মুহাম্মদ ...