
War for Gaza না হয়ে কেন March for Gaza?
Channel IR ডেস্ক রিপোর্টতারিখ: ১৩ এপ্রিল ২০২৫
War for Gaza না হয়ে কেন March for Gaza? — ডা. নিয়াজ মোহাম্মদের জিজ্ঞাসা
"উম্মাহর নিরাপত্তা ফিরিয়ে আনতে খিলাফাহর ফর্মুলায় ফিরে যাওয়া ছাড়া উপায় নেই" — ডা. নিয়াজ মোহাম্মদ
বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহর উপর চলমান আগ্রাসন ও দমন-পীড়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট চিন্তাবিদ ও কলামিস্ট ডা. নিয়াজ মোহাম্মদ। তিনি বলেন, "বস্তির পাশে তিনকাঠা জমিতে দালান তোলার আগে মানুষ যেমন চাঁদাবাজদের ঠেকাতে শতবার ভাবেন, তেমনি আসমান-জমিনের চেয়েও দামী ঈমানদার কওমকে আগ্রাসী দস্যুদের হাত থেকে রক্ষার প্রশ্নে আমাদেরও চিন্তা করতে হবে—উপায় কী?"
তিনি বলেন, "ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি, মুসলিম উম্মাহর নিরাপত্তা নিশ্চিত হতো যখন খিলাফাহ ছিল। সেই সময়ের মুসলিমরা ছিলেন পাক্কা ঈমানদার, যারা দুনিয়ার চেয়ে আখিরাতকে অগ্রাধিকার দিত। তাদের শাসক—উলুল আমর—ছ...