
থামছে না ভারত-পাকিস্তান উত্তেজনা, কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি
Channel IR ডেস্ক রিপোর্ট
থামছে না ভারত-পাকিস্তান উত্তেজনা, কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নতুন করে চরম উত্তেজনায় ঠেকেছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক। হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকেই দু'দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ, হুমকি-ধামকি এবং সামরিক তৎপরতা বেড়েই চলেছে।
সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই গত রোববার (২৭ এপ্রিল) রাতেও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দু’দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। টানা চার রাত ধরে চলছে এ সংঘর্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীতে পাকিস্তানের সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। তবে ভারতীয় সেনারা ‘কার্যকর জবাব’ দিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে...