
জেদ্দা (ইউএনএ) – অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের সেক্রেটারি-জেনারেল জনাব হুসেইন ইব্রাহিম ত্বহা, আজ বুধবার, জেনারেল সেক্রেটারিয়েটের সদর দফতরে তার অফিসে ধর্ম বিষয়ক ও এনডোমেন্টস মন্ত্রী জনাব ওমর বখিতকে স্বাগত জানিয়েছেন। মুহাম্মদ সা.
বৈঠকে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন এবং সুদান প্রজাতন্ত্রের মধ্যে সম্পর্কের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।
মহাসচিব আবারও সুদানের প্রতি সংগঠনের সমর্থন এবং সংগঠনের জারি করা সিদ্ধান্তের কাঠামোর মধ্যে সুদানে নিরাপত্তা, ঐক্য, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে মন্ত্রী হজের আয়োজনের বিষয় এবং এ প্রসঙ্গে সংস্থাটি কী কী ব্যবস্থা নিতে পারে তা পর্যালোচনা করেন।