
🟩 Channel IR ডেস্ক রিপোর্ট
🗓️ ৩ আগস্ট ২০২৫ | সিডনি, অস্ট্রেলিয়া
প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই ফিলিস্তিনের পক্ষে সিডনিতে লাখো মানুষের ঐতিহাসিক সমাবেশ
অস্ট্রেলিয়ার সিডনিতে রোববার (৩ আগস্ট) অনুষ্ঠিত হলো ফিলিস্তিনের পবিত্র ভূমি ও নির্যাতিত মানুষের পক্ষে এক বিরাট ও শান্তিপূর্ণ সমাবেশ। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে পরিচিত এই বিক্ষোভে অংশ নেন প্রায় ৯০ হাজারের বেশি মানুষ, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়।
সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজে প্রবল বৃষ্টির মধ্যেও মানুষের ঢল নামে। গাজ্জায় অব্যাহত হামলার বিরুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শহরটিকে। বিক্ষোভকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড –
🗯️ “শেইম শেইম ইসরাইল”, “শেইম শেইম ইউএসএ”
🗯️ “যুদ্ধবিরতি চাই – এখনই চাই”
অনেকেই সন্তানদের সঙ্গে নিয়ে অংশ নেন এই মানবিক আয়োজনে।
প্রথমে পুলিশের পক্ষ থেকে অনুমতি না দিলেও নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্ট শনিবার রাতে অনুমোদন দেয় এই শান্তিপূর্ণ প্রতিবাদের। আয়োজকরা একে ‘ঐতিহাসিক রায়’ বলে অভিহিত করেন।
উল্লেখযোগ্যভাবে, মিছিলে যোগ দেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, ফেডারেল এমপি এড হুসিক, এবং নিউ সাউথ ওয়েলসের সাবেক প্রিমিয়ার বব কার-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
তবে দুই ঘণ্টা পর নিউ সাউথ ওয়েলস পুলিশ এসএমএস-এর মাধ্যমে মিছিলকারীদের শহরের দিকে ফিরে যেতে এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করার আহ্বান জানায়।
পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার পিটার ম্যাককেনা জানান,
“আমরা আশঙ্কা করছিলাম যে এতো বড় জমায়েতে ক্রাউড ক্রাশ বা পদদলিত হওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে।”
অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনের প্রতি এভাবে গণসমর্থনের প্রকাশ বিরল। আয়োজক ও মানবাধিকারকর্মীরা বলছেন, এটি শুধু একটি প্রতিবাদ নয়, বরং একটি মানবতার বার্তা।
— Channel IR ডেস্ক ✅