
channel IR | ডেস্ক রিপোর্ট
এই সময়ের নানা সামাজিক বিভ্রান্তি, বিলম্বিত বিয়ে ও অপসংস্কৃতির মাঝে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার এক দম্পতি।
তাদের একমাত্র পুত্র, ১৭ বছর বয়সী নূর মুহাম্মদের আজ (রবিবার) ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ের আকদ সম্পন্ন হয়েছে।নূর মুহাম্মদ একজন মাদ্রাসা শিক্ষার্থী। তার মা-বাবা দীর্ঘদিন ধরেই ইসলামী ভাবনায় অনুপ্রাণিত। সন্তান জন্মের আগেই তারা নিয়ত করে রেখেছিলেন—যদি আল্লাহ তাআলা তাদের সন্তান দান করেন, তবে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই হালাল পথে তাকে জীবন সঙ্গী নির্বাচন করে দেবেন। সেই নিয়ত বাস্তবায়নের পথে আজ তারা এক সাহসী ও সচেতন সিদ্ধান্ত নিয়েছেন।নূর মুহাম্মদের পরিবার বিশ্বাস করে, বর্তমান ফিতনার যুগে একজন কিশোর-তরুণের জন্য গুনাহ থেকে বাঁচা অত্যন্ত চ্যালেঞ্জিং।
তাই দেরি না করে সময়মতো হালাল সম্পর্কের মাধ্যমে নিরাপদ, সম্মানজনক ও ইসলামী জীবনধারায় প্রবেশ করানোই শ্রেয়।এই উদ্যোগ সামাজিক অনেক প্রচলিত ভুল ধারণা ও বিলম্বিত বিয়েকে ঘিরে গড়ে ওঠা অনভিপ্রেত সংস্কৃতির বিরুদ্ধে এক উজ্জ্বল দৃষ্টান্ত। সচেতন এ পরিবার প্রমাণ করেছেন, ইসলামের নির্দেশনা মেনে চললে জীবন হয় শান্তিময় ও গুনাহমুক্ত
।আমাদের কামনা, সমাজের প্রতিটি পরিবার এমন সচেতন হোক। বিয়েকে সহজ করা হোক। এবং সামাজিকভাবে বিভ্রান্তিকর রীতিনীতি বিলুপ্ত হোক।