আজ বুধবার ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আবারও ইরানকে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

Channel IR ডেস্ক রিপোর্ট


আবারও ইরানকে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২৫ জুন — ইরান যদি ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা করে, তাহলে দেশটিতে আবারও হামলা চালানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ জুন) হেগে ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প সাফ জানিয়ে দেন, তেহরান যদি পুনরায় পারমাণবিক কার্যক্রম শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, “আমি মনে করি না তারা আর কখনও এটি করবে। তারা পারমাণবিক বোমা পাবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগও তাদের আর দেওয়া হবে না।”

এসময় তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা-নাগাসাকিতে হামলার সঙ্গে তুলনা করে বলেন, “সেই হামলার মাধ্যমে যুদ্ধ থেমেছিল। আমি সেই ঘটনার উদাহরণ দিতে চাই না, তবে এটি কার্যকর হয়েছিল।”

ট্রাম্প আরও বলেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এমনভাবে ধ্বংস হয়েছে যে তেহরান পুনরায় পারমাণবিক কাজ শুরু করতে পারবে না। “যদি আমরা হামলা না চালাতাম, তারা অস্ত্র তৈরি চালিয়ে যেত এবং থামত না” — এমনটি জানিয়েছেন তিনি।

এদিকে, মার্কিন এই কড়া হুঁশিয়ারির মধ্যে এখনও যুদ্ধবিরতির বিষয়ে চূড়ান্ত সম্মতি দেননি ইরানের সর্বোচ্চ নেতা।


Channel IR ডেস্ক
২৫ জুন ২০২৫


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *