আজ শনিবার ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজার প্রায় ৩৫ শতাংশ এলাকা দখলদার ইসরায়েলের নিয়ন্ত্রণে


Channel IR | ডেস্ক রিপোর্ট
গাজার প্রায় ৩৫ শতাংশ এলাকা দখলদার ইসরায়েলের নিয়ন্ত্রণে

অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় ৩৫ শতাংশ এলাকা এখন সন্ত্রাসী দখলদার ইসরায়েলি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। দেশটির একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজায় তথাকথিত ‘বাফার জোন’ সম্প্রসারণ অব্যাহত রেখেছে নেতানিয়াহুর প্রশাসন। ইতোমধ্যে গাজার পূর্ব ও দক্ষিণ অংশে দুই কিলোমিটারের বেশি প্রশস্ত বাফার জোন নির্মাণ সম্পন্ন হয়েছে।

ইসরায়েলি চ্যানেল-১২ জানায়, এই বাফার জোন তৈরির মাধ্যমে গাজার বিস্তীর্ণ অঞ্চলকে কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে ইসরায়েলি বাহিনী। ৩৬০ বর্গকিলোমিটার আয়তনের উপত্যকার প্রায় ৩৫ শতাংশ এখন সরাসরি দখলদার বাহিনীর কবলে।

দখলদাররা সামরিক পোস্ট, করিডর ও স্থায়ী ঘাঁটির নামে গাজায় নতুন সীমান্ত নির্ধারণ করছে। বিশেষত রাফার ফিলাডেলফি করিডোর থেকে শুরু করে মরাগ এক্সিস পর্যন্ত পুরো রাফাহ শহর বর্তমানে ইসরায়েলি বাহিনীর ‘অপারেশনাল কন্ট্রোলে’ রয়েছে। শুধুমাত্র ‘জেনেইনা’ নামক একটি এলাকা ব্যতীত রাফাহ শহরের আর কোনো অংশ ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে নেই।

এই আগ্রাসনকে আন্তর্জাতিক মহল ‘নীরব ভূমি দখল’ হিসেবে আখ্যা দিচ্ছে। কোনো রকম যুদ্ধ ঘোষণা ছাড়াই প্রতিদিন নতুন ভূখণ্ড কব্জা করে চলেছে দখলদার ইসরায়েল।

Channel IR ডেস্ক রিপোর্ট | গাজা


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *