
Channel IR ডেস্ক রিপোর্ট
আল-শাবাবের হামলার প্রেক্ষিতে সোমালিয়ায় তুরস্কের সেনা মোতায়েন বৃদ্ধি
এই সপ্তাহে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আল-শাবাবের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে সামরিক উপস্থিতি দ্বিগুণ করেছে তুরস্ক।
আল-শাবাব সম্প্রতি সোমালিয়ার মধ্যাঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে মোগাদিশুর দক্ষিণে বেশ কয়েকটি গ্রাম তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। এসব অঞ্চল সোমালি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক বাফার জোন হিসেবে বিবেচিত।
এই পরিস্থিতিতে তুরস্ক তার ‘টার্কসোম’ সামরিক ঘাঁটি রক্ষা ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে সোমালিয়ায় প্রায় ৫০০ সেনা মোতায়েন করেছে। এই সংখ্যা পূর্বের তুলনায় দ্বিগুণ। তুর্কি বাহিনী এখন ড্রোন পরিচালনাসহ মোগাদিশুর গুরুত্বপূর্ণ বন্দরগুলোর নিরাপত্তাও নিশ্চিত করবে বলে জানিয়েছে মিডল ইস্ট আই।
সংশ্লিষ্ট মহলের মতে, তুরস্কের এই পদক্ষেপ আফ্রিকায় তাদের ক্রমবর্ধমান কৌশলগত প্রভাবেরই প্রতিফলন।
Channel IR ডেস্ক রিপোর্ট, ঢাকা।
