
Channel IR ডেস্ক রিপোর্ট
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে ব্যাপক ধরপাকড়, ১৫০০-র বেশি কাশ্মীরি গ্রেপ্তার
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরজুড়ে নতুন করে ব্যাপক ধরপাকড় অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী। কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্য অনুযায়ী, বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ইতোমধ্যেই ১৫০০-রও বেশি নিরীহ কাশ্মীরিকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান ঘিরে পুরো ভূখণ্ডজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পরিচালিত এই অভিযানে অংশ নেয় ভারতীয় সেনা, আধাসামরিক বাহিনী এবং স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। শ্রীনগর, অনন্তনাগ, কুলগাম, পুলওয়ামা, শোপিয়ান, গান্দেরবাল ও বুদগাম জেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালানো হয়।
এছাড়া জম্মু অঞ্চল, বিশেষ করে উধমপুর জেলার দুডু-বসন্তগড় এলাকায় চালানো হয়েছে বড় ধরনের ধরপাকড়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ভারতীয় বাহিনী নিরীহ যুবকদের টার্গেট করে ঘরবাড়ি তল্লাশি ও ভাঙচুর চালাচ্ছে। তাদের অবৈধভাবে আটক করে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে দাবি করছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিবার।
অন্যদিকে, ভারতীয় মূলভূখণ্ডেও কাশ্মীরি শিক্ষার্থীদের বিরুদ্ধে বাড়ছে বৈষম্য ও নিপীড়ন। জম্মু-কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাসির খুইহামি জানিয়েছেন, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ ও হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে কাশ্মীরি শিক্ষার্থীদের হোস্টেল এবং ভাড়া বাসা ছাড়তে বাধ্য করা হচ্ছে।
হিমাচল প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে কাশ্মীরি ছাত্রদের হোস্টেলের দরজা ভেঙে হেনস্তা ও লাঞ্ছনার অভিযোগ পাওয়া গেছে। নাসির জানান, কাশ্মীরি মুসলিম ছাত্রদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে।
উত্তরাখণ্ডের দেরাদুনে অন্তত ২০ জন কাশ্মীরি ছাত্র হিন্দু রক্ষা দল নামক একটি উগ্র ডানপন্থী গোষ্ঠীর হুমকির মুখে শহর ছাড়তে বাধ্য হন। ওই গোষ্ঠী কাশ্মীরিদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দিয়ে ভয়াবহ