
Channel IR ডেস্ক রিপোর্ট
সীমান্ত উত্তেজনার মধ্যেই বিএসএফ সদস্যকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স
ডেস্ক রিপোর্ট | Channel IR
কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে নতুন করে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে পাকিস্তানের আধাসামরিক বাহিনী—পাক রেঞ্জার্স।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, বুধবার (২৩ এপ্রিল) পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে বিএসএফের ১৮২ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল পিকে সিং ‘ভুল করে’ পাকিস্তান সীমান্ত অতিক্রম করলে তাঁকে আটক করে পাক রেঞ্জার্স।
প্রতিবেদনে বলা হয়, আটককৃত বিএসএফ সদস্য ইউনিফর্ম পরিহিত অবস্থায় ছিলেন এবং তাঁর কাছে সার্ভিস রাইফেলও ছিল। তিনি কৃষকদের সঙ্গে অবস্থান করছিলেন। বিশ্রামের জন্য ছায়ায় যাওয়ার সময় পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন তিনি।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বর্তমানে পতাকা বৈঠক চলছে, যাতে ওই বিএসএফ সদস্যের মুক্তির বিষয়টি নিরসন করা যায়।
তাঁরা এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, অতীতেও এমন ঘটনা ঘটেছে, যেখানে ভুলবশত সীমান্ত অতিক্রম করে উভয় পক্ষের সদস্য আটক হয়েছেন এবং পরে মুক্তি পেয়েছেন।
এই ঘটনার সময়কাল ও প্রেক্ষাপটকে ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Channel IR ডেস্ক রিপোর্ট