
Channel IR | ডেস্ক রিপোর্ট
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে উত্তেজনা, প্রতিবাদে দমনমূলক ব্যবস্থা
ঢাকায় সম্প্রতি এক কারখানার প্রোডাকশন অফিসার, বি ধান বাবু, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় মুসলিম সমাজ তীব্র প্রতিক্রিয়া জানায় এবং শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেয়।
তবে চাঞ্চল্যকরভাবে দেখা যায়, অভিযুক্তকে গ্রেফতার না করে উল্টো প্রতিবাদরত আলেম ও সাধারণ জনগণের উপর পুলিশ ও সুরক্ষা বাহিনী লাঠিচার্জ করে। এতে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।
স্থানীয়দের অভিযোগ, এই ধরনের দমনমূলক আচরণ ধর্মীয় বৈষম্যের দৃষ্টান্ত। তারা মনে করছেন, এ বাহিনীগুলো দেশের সব নাগরিকের জন্য নয়, বরং নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থেই কাজ করছে।
একজন বিক্ষুব্ধ নাগরিক বলেন, “যারা অন্যায়ের প্রতিবাদ করে, তাদের উপরই হামলা চালানো হচ্ছে। এটা কোনো ন্যায়বিচার হতে পারে না।”
বিগত কিছু ঘটনার পুনরাবৃত্তির মতোই, এ ঘটনাও আবার প্রশ্ন তোলে—ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকার আদৌ কতটা নিরাপদ?
Channel IR আপনাদের জন্য আরও তথ্য নিয়ে ফিরবে।
– Channel IR ডেস্ক