
Channel IR | ডেস্ক রিপোর্ট
আহমেদ হেজাজির অন্ধ চোখ—মানবতা ও মানবাধিকার কি আজ নিঃশব্দ?
গাজার সাত বছরের আহমেদ হেজাজির চোখ আজ আলোহীন।
কিন্তু তার নিঃশব্দ প্রশ্ন ছুঁড়ে দেয় গোটা পৃথিবীর বিবেকের দিকে—
মানবতা কোথায়? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কেন নীরব?
দখলদার ইসরায়েলের আগ্রাসনে শিশু আহমেদ হারিয়েছে তার চোখের দৃষ্টি।
তবুও মুখে তার একটি অবিনাশী হাসি—
যা পৃথিবীর মিথ্যে সভ্যতা আর নকল মানবাধিকারের মুখোশ খুলে দেয়।
যে বিশ্ব ছোট একটি ঘটনার জন্য সরব হয়, সে বিশ্ব গাজার হাজারো আহমেদের কান্নায় কেন নিশ্চুপ?
কেন জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ কিংবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ প্রশ্ন তোলে না—
“কারা কেড়ে নিচ্ছে শিশুদের চোখ?”
“কারা গুঁড়িয়ে দিচ্ছে স্বপ্ন?”
আহমেদের চোখ হারানো শুধু একটি ঘটনা নয়,
এটি আন্তর্জাতিক মানবাধিকারের নীরবতার প্রতি এক জ্বলন্ত প্রশ্নবাণ।
আর সেই প্রশ্ন এখন প্রতিধ্বনিত হচ্ছে গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকেও।
Channel IR | ডেস্ক রিপোর্ট
সত্যের পক্ষে, মানবতার পাশে।