আজ শনিবার ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকৃতি, ১৩ বছরের মুসলিম কিশোরের উপর বর্বর হামলা

Channel IR | ডেস্ক রিপোর্ট
‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে অস্বীকৃতি, ১৩ বছরের মুসলিম কিশোরের উপর বর্বর হামলা

ভারতের উত্তর প্রদেশের কানপুর জেলায় ১৩ বছর বয়সী এক মুসলিম কিশোরকে কাঁচের বোতল দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে একদল উগ্র হিন্দুত্ববাদী যুবক। ভারতের সংবাদমাধ্যম ‘দি মুসলিম মিরর’-এর প্রতিবেদনে রোববার (১৯ এপ্রিল) এই ভয়াবহ ঘটনার তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, ওই কিশোরকে প্রথমে উগ্রপন্থীরা অপমান করে তাদের পা ধরতে বাধ্য করে। কিন্তু সে তা অস্বীকার করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে জোর করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বলে। কিশোরটি বারবার স্লোগান দিতে অস্বীকৃতি জানালে, এক পর্যায়ে তাকে কাঁচের বোতল দিয়ে নির্মমভাবে আঘাত করা হয়।

এই বর্বর হামলার ফলে কিশোরটি মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় থানায় এই হামলার ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তবে এখনো হামলাকারীদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিশ্চিত নয়।

এই ঘটনার প্রতিবাদে স্থানীয়ভাবে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। মানবাধিকারকর্মীরা একে ভারতের সাম্প্রতিক সাম্প্রদায়িক বিদ্বেষের একটি ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

Channel IR | ডেস্ক রিপোর্ট
সত্যের পক্ষে, মানবতার পাশে।
(আপডেট পেতে চোখ রাখুন Channel IR-এ)

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *