আজ সোমবার ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

একই আকাশের তলে তিন মায়ের হৃদয়বিদারক আর্তনাদ

একই আকাশের তলে তিন মায়ের হৃদয়বিদারক আর্তনাদ

Channel IR, ডেস্ক প্রতিবেদক
তারিখ: রবিবার, ২০ এপ্রিল ২০২৫

একই দিনে মেলে মাথা না মাথায় তিন মায়ের বিচ্ছিন্ন ঘটনা—কান্নার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা, লোভ কিংবা বেদনার মর্মান্তিক সব রূপ।

১. মিথ্যা শোকের মা

  • নিজের দুই কন্যা সন্তানকে গলা কেটে হত্যা করে পরনে শোকসন্তর্পণে সাদা শাড়ি।
  • পুলিশ অভিযান শেষে তৎক্ষণাত গ্রেফতার; প্রথমে ‘ভাসমান কান্না’ দেখালেও জিজ্ঞাসাবাদে সব স্বীকার।
  • প্রতিবেশীরা বলেন, “দু’জনকে রক্তাক্ত অবস্থায় চিনে নিলাম, কান্নার এত অভিনয় আগে দেখিনি।”

২. লোভে বিক্রি, আঁচলে অশ্রু

  • আনুমানিক ২৫ বছর বয়সী মা কোলের বাচ্ছাকে মাত্র ৪৫ হাজার টাকায় বিক্রি করেন অপরিচিত এক দম্পতিকে।
  • সেই টাকা দিয়ে নতুন মোবাইল, নূপুর, নাকফুল কিনে সামাজিক মাধ্যমে আনন্দ-দ্রব্যময় ছবি পোস্ট করেন।
  • পুলিশের হেফাজতে এসে মিডিয়ার সামনে “আমার মেয়ে ছাড়া আমার আর কিছুই নেই” বলে কাঁদতে দেখা গেলেও, তদন্তে লোভের তিক্ত সত্য উন্মোচিত।

৩. পাগল—মায়ের বুকফাটা খোঁজ

  • চট্টগ্রামের সদর থানা এলাকার ৩২ বছরের মা ড্রেনে পড়ে হারিয়ে যায় তার ছয় মাসের পুত্র শিশুটি।
  • তিনি ১৪ ঘণ্টা পাগলের মতো খুঁজে বেড়ান, পরিবার-স্বজন মিলে চিৎকারে ভেঙে পড়েন।
  • শেষে উদ্ধার করা হয় নিথর দেহ; মায়ের বুকফাটা আর্তনাদে চট্টগ্রামের রাস্তা বিষণ্ণ হয়ে ওঠে।

মায়ের পবিত্রতা ও তার ছায়া
‘মা’ শব্দে ধারণা করা হয় নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও নিরাপত্তার আশ্রয়। তবুও কখনো লোভ, ব্যথা কিংবা অপরাধের অন্ধকারে সেই শুদ্ধতা কালিমার মতো বিলীন হয়ে যেতে পারে। এক আকাশের তলে তিন মায়ের কান্না আমাদের স্মরণ করিয়ে দেয়—কোনো মা আঁচলে বাঁচান সন্তানকে, আবার কোনো আঁচলেই হারায়।

Channel IR, ঢাকা

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *