আজ সোমবার ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

“আমার ভাই আহত কেন?”—লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজপথ

Channel IR ডেস্ক রিপোর্ট
“আমার ভাই আহত কেন?”—লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজপথ

লক্ষ্মীপুর, ১৭ এপ্রিল —
কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে লক্ষ্মীপুর শহরের ঝুমুর চত্বর এলাকায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় পলিটেকনিক শিক্ষার্থীরা। আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা রাজপথে অবস্থান নেন এবং একের পর এক স্লোগানে উত্তপ্ত করে তোলেন এলাকা।

বিক্ষোভে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার ভাই আহত কেন—প্রশাসন জবাব দে”, “পলিটেকনিক শিক্ষার্থীর ওপর হামলা কেন—প্রশাসন জবাব চাই”, “ক্রাফটের চামড়া—তুলে নেবো আমরা”।

বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মো. রিদয়, আব্দুর রহমান, নওশীন আবির নিভীর এবং সহপ্রতিনিধি রবিউল বকশিসহ অনেকে। তারা বলেন, “আমরা ন্যায্য ৬ দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু বুধবার (১৬ এপ্রিল) কুমিল্লার কোটবাড়ি এলাকায় পুলিশ আমাদের ওপর বিনা উসকানিতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি চালায়। এতে অন্তত ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।”

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “প্রশাসনকে এ হামলার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির হাইকোর্টের আদেশ বাতিল, পদবি পরিবর্তন ও মামলায় জড়িতদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের দিকে যাবে শিক্ষার্থীরা।”

উল্লেখ্য, কুমিল্লায় ঘটনার পর থেকেই সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। আন্দোলন ছড়িয়ে পড়ছে বিভিন্ন জেলায়।

Channel IR ডেস্ক

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *