
ফ্যাসিস্ট খুনিদেরকে ‘মন্ত্রী-এমপি’ সাজিয়ে বৈধতা দিচ্ছে ‘কালবেলা’?
রিপোর্টার: Channel IR ডেস্ক
আজ সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে ‘কালবেলা অনলাইন’-এর একটি প্রতিবেদন, যেখানে আদালতে হাজির হওয়া কয়েকজন হেলমেট ও বুলেটপ্রুফ পরিহিত আসামিকে “বিভিন্ন মন্ত্রী এমপি” বলে উল্লেখ করা হয়েছে। আদালতে রিমান্ড ও জামিন শুনানির সময়কার ছবি ও ভিডিওতে দেখা যায়, এরা সবাই আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় আদালতে হাজির হয়েছেন।
প্রশ্ন উঠেছে, এরা কি সত্যি মন্ত্রী-এমপি? নাকি আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ফ্যাসিস্ট অপরাধী?
বিশ্লেষকদের মতে, ‘কালবেলা’ উদ্দেশ্যমূলকভাবে এখনো এই অপরাধীদের ‘মন্ত্রী-এমপি’ হিসেবে পরিচয় দিয়ে একটি পতিত ও খুনি রাজনীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
বিশ্ব রাজনীতিতে স্বাধীন সাংবাদিকতা যখন গণতন্ত্রের হাতিয়ার, তখন একটি গণমাধ্যম কীভাবে বিচারাধীন খুন, দুর্নীতি, দমন-পীড়নের দায়ে অভিযুক্তদের ‘মাননীয়’ হিসেবে তুলে ধরে, তা নিয়েই উঠছে প্রশ্ন।
একজন বিশ্লেষক মন্তব্য করেন,
“বিদেশী গোয়েন্দা সংস্থার এজেন্ট সন্তোষ শর্মা কি এখনো তাদের মন্ত্রী ভাবেন? নাকি এটি গোয়েন্দা নীতির অংশ? এটাই এখন তদন্তের বিষয়।”
Channel IR এর পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে—ফ্যাসিস্ট হত্যাকারীদের মন্ত্রী সাজানো গণতন্ত্রের প্রতি অবমাননা।
আমরা বলছি— অপরাধীদের পরিচয় অপরাধীর মতোই হোক।
আর ‘গণমাধ্যম’ যেন খুনি চক্রের মুখপাত্র না হয়।