
নাবলুসে ঈদুল ফিতরের সকালে শহীদদের কবর জিয়ারত।
Channel IR ডেস্ক রিপোর্ট
ফিলিস্তিনের নাবলুসে ঈদুল ফিতরের সকালে এক আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়, যখন শত শত ফিলিস্তিনি নাগরিক শহীদ ও প্রিয়জনদের কবর জিয়ারত করেন।
প্রতি বছরের মতো এবারও ঈদের নামাজ শেষে নাবলুসের বিভিন্ন কবরস্থানে ভিড় জমায় ফিলিস্তিনিরা। তারা শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন, ফুল অর্পণ করেন এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করেন।
কবর জিয়ারত করা ফিলিস্তিনিরা জানান, তারা তাদের প্রিয়জনদের হারানোর শোক বুকে নিয়েই ঈদ উদযাপন করেন। অনেকের মতে, ঈদুল ফিতর আনন্দের দিন হলেও দখলদার বাহিনীর বর্বরতায় বহু পরিবার তাদের শহীদদের হারিয়েছে, তাই এই দিনে তাদের স্মরণ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব।
শহীদদের পরিবারের সদস্যরা বলেন, তারা কেবল ন্যায়বিচার ও স্বাধীনতার স্বপ্ন দেখেন। এক মা বলেন, “আমার ছেলে শহীদ হয়েছে, কিন্তু আমি জানি, তার রক্ত বৃথা যাবে না। একদিন আমরা স্বাধীন হবো।”
ফিলিস্তিনিদের ঈদের এই শোকগাঁথা যেন তাদের সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। দখলদারিত্বের বিরুদ্ধে তাদের লড়াই যতদিন থাকবে, ততদিন শহীদদের স্মরণে তাদের কবর জিয়ারত চলতেই থাকবে।