
Channel IR ডেস্ক রিপোর্ট
দখলদার বাহিনীর বিমান হামলায় গাজার দারুল আরকাম স্কুলে ভয়াবহ গণহত্যা
গাজা, ৩ এপ্রিল ২০২৫: দখলদার বাহিনীর বর্বর বিমান হামলায় গাজার তুফাহ এলাকায় দারুল আরকাম স্কুলে ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ১৫০ জন নিরীহ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় স্কুলটিতে শতাধিক শিশু, শিক্ষক ও শরণার্থী অবস্থান করছিলেন। আকস্মিকভাবে চালানো বিমান হামলায় ভবনটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা সরঞ্জামের সংকটে অনেকের জীবন ঝুঁকির মুখে পড়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলা দখলদার বাহিনীর চলমান গণহত্যার আরেকটি নির্মম উদাহরণ। আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে দখলদার শক্তি নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গাজার উপর দীর্ঘদিন ধরে চলমান অবরোধের ফলে মানবিক পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের নৃশংস হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
Channel IR ডেস্ক