আজ মঙ্গলবার ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৩০০ শীর্ষ নেতাকে ২ বিলিয়ন ডলারের প্রস্তাব; প্রত্যাখ্যান করলো হামাস

Channel IR ডেস্ক রিপোর্ট
গাজ্জার মুক্তিকামী নেতাদের ২ বিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান

ডেস্ক রিপোর্ট | Channel IR

মিশরের প্রভাবশালী সংবাদমাধ্যম Al-Sharq-এর প্রধান সম্পাদক মোহাম্মদ খায়াল এক বিস্ময়কর তথ্য প্রকাশ করেছেন। তার মতে, গাজ্জার মুক্তিকামীদের দলের প্রায় ৩০০ শীর্ষ নেতাকে গাজ্জা ত্যাগের শর্তে দেওয়া হয়েছিল এক বিশাল অঙ্কের প্রস্তাব।

এই প্রস্তাবে আরব উপসাগরীয় অঞ্চলের কয়েকটি শাসকগোষ্ঠী সম্মিলিতভাবে ২ বিলিয়ন ডলার অর্থ সহায়তা, বিদেশি নাগরিকত্ব, এবং আন্তর্জাতিকভাবে বিচার বা শাস্তি থেকে পূর্ণ দায়মুক্তি (immunity from prosecution) দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

তবে মোহাম্মদ খায়াল জানান, গাজ্জার এই সাহসী নেতারা কোনো ধরনের দ্বিধা ছাড়াই পুরো প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। এমনকি তারা আলোচনার টেবিলেও বসেননি।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা গাজ্জার প্রতিরোধ নেতাদের অটল মনোভাব এবং মুক্তির প্রতি তাদের অবিচল অঙ্গীকারের এক দৃঢ় প্রমাণ।

Channel IR | ডেস্ক রিপোর্ট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *