
Channel IR ডেস্ক রিপোর্ট
১৫ বছরে রাজনৈতিক পরিচয়ে নিয়োগ পেয়েছে ৮০-৯০ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার
রিপোর্টার: Channel IR ডেস্ক
বাংলাদেশ পুলিশ বাহিনীতে গত ১৫ বছরে ৮০ থেকে ৯০ হাজার সদস্যকে রাজনৈতিক পরিচয় যাচাই করে নিয়োগ দেওয়া হয়েছে—এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন,
“নিয়োগের আগে শুধু প্রার্থীর পরিচয় নয়, খোঁজ নেওয়া হয়েছে তার বাবা, দাদা, এমনকি পূর্বপুরুষ কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন তা নিয়েও।”
তিনি আরও জানান, প্রায় দুই লাখ সদস্যের বাহিনীতে ৮০ থেকে ৯০ হাজার সদস্য এভাবে রাজনৈতিক বাছাইয়ের ভিত্তিতে নিয়োগ পেয়েছেন।
প্রশ্ন ওঠে, এত বড় সংখ্যক রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত সদস্যদের কীভাবে সামাল দেওয়া হচ্ছে? জবাবে ডিএমপি কমিশনার বলেন,
“এই ৮০ থেকে ৯০ হাজার সদস্যকে তো বলা যায় না ‘গো হোম’। তবে যারা দুষ্টু, যারা পেশাদারিত্বের বাইরে গিয়ে নানা অপকর্মে জড়িয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এই বক্তব্য সামনে আসার পর রাজনৈতিক নিরপেক্ষতা, নিয়োগের স্বচ্ছতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে এমন সংখ্যক নিয়োগ একটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর ভারসাম্য নষ্ট করতে পারে।
Channel IR ডেস্ক থেকে আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী রিপোর্টে।