
IR ডেস্ক রিপোর্ট | চ্যানেল IR
হুনমান জয়ন্তীতে আযান বন্ধে হুমকি—ভারতে বিজেপি এমপির উগ্র আচরণ নিয়ে সমালোচনা
ভারতের পুনে জেলায় হুনমান জয়ন্তীর দিন মাইকে আযান দেওয়ায় দরগাহ কমিটিকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেত্রী ও বর্তমান সংসদ সদস্য মেধা কুলকারনি। এই ঘটনা নিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে গত রোববার, ২০ এপ্রিল।
ঘটনাটি ঘটেছিল ১২ এপ্রিল, তবে এর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি দেশজুড়ে আলোচনার কেন্দ্রে আসে। ভিডিওতে দেখা যায়, মেধা কুলকারনি ও তার সমর্থকরা সালাহউদ্দিন দরগার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে এবং সেখানে মাইকে আযান বন্ধ করার হুমকি দিচ্ছে।
এই দরগাটি পুনেশ্বর মন্দিরের পাশে অবস্থিত, এবং সেখানে নিয়মিত আযান দেওয়া হয়ে থাকে। তবে হুনমান জয়ন্তীর দিনে আযান দেওয়াকে কেন্দ্র করে এই উগ্র আচরণ দেখিয়েছে বিজেপির নেত্রী ও তার অনুসারীরা।
এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাবাসী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ ওই এমপির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ধর্মীয় স্বাধীনতার ওপর এমন প্রকাশ্য হস্তক্ষেপ ও উগ্র আচরণকে ভারতের ধর্মনিরপেক্ষতা ও সংবিধানের পরিপন্থী বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা।
বিজেপি নেতাদের বারবার এমন বিদ্বেষমূলক আচরণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।
চ্যানেল IR, ডেস্ক রিপোর্ট।
শেষ।