আজ বৃহস্পতিবার ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হলিউডকে টেক্কা দিচ্ছে সৌদি আরবের সিনেমা

Channel IR ডেক্স রিপোর্ট

০৯/জুলাই /২০২৫

বিশ্বজুড়ে বক্স অফিস দাপিয়ে বেরাচ্ছে আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’।

গত ৩ জুলাই সিনেমাটি গাল্ফ অধিভুক্ত দেশগুলোতেও মুক্তি পেয়েছে। তবে সৌদি আরবে এই জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দিয়ে প্রথম সপ্তাহে বক্স অফিসে শীর্ষস্থান দখল করে নিয়েছে সৌদি অ্যাকশন-কমেডি ছবি ‘আলজারফা: এস্কেপ ফ্রম হানহোনিয়া হেল’।সৌদি ফিল্ম কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুসারে, সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, মুক্তির প্রথম তিন দিনে আলজারফা ১৮৪,০০০ দর্শক দেখেছে এবং বক্স অফিসে ২.৪ মিলিয়ন ডলার (৯ মিলিয়ন সৌদি রিয়াল) আয় করেছে।অন্যদিকে, মুক্তির প্রথম তিন দিনেই ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ৪৭,৮০০ টিকিট বিক্রি করে ৭০০,০০০ ডলার (২.৬ মিলিয়ন সৌদি রিয়াল) আয় করেছে।

আলজারফা সিনেমাটি আবদুল্লাহ মাজেদের পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাফরা’স নাইট’ এবং টিভি নাটক ‘উরিম: ব্যালকনি হোটেল’।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *