
সরকারের ব্যর্থতায় কৃষক বঞ্চিত, ভোগান্তিতে জনতা: তারেক রহমান
Channel IR ডেস্ক রিপোর্ট
তারিখ: ১৫ এপ্রিল ২০২৫
সরকারের ব্যর্থ নীতির কারণে একদিকে যেমন কৃষকরা ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়েছেন, অন্যদিকে সাধারণ মানুষ ভোগ করছে চরম মূল্যস্ফীতির যন্ত্রণা—এমন মন্তব্য করেছেন আম জনতা দলের মুখপাত্র মো: তারেক রহমান।
তিনি বলেন, “প্রাথমিক ধাপে সরকার কৃষকের সঠিক মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমাদের দরকার ছিল না ১৫ টাকা কেজিতে আলু কেনার। আমরা ৩০-৪০ টাকায় কিনলেও সমস্যা ছিল না। একইভাবে, ২৫ টাকা কেজিতে পেয়াজ কেনারও দরকার ছিল না।”
তারেক রহমান দাবি করেন, “কৃষকের হাতে যখন ফসল ছিল, তখন সরকার উপযুক্ত দাম নিশ্চিতে ব্যর্থ হয়েছে সঠিক ব্যবস্থাপনার অভাবে। এখন সেই ফসল চলে গেছে ব্যবসায়ী ও মজুতদারদের হাতে। সরকার তখন কিছু করতে পারেনি, এখন দেখি তারা মূল্য নিয়ন্ত্রণে কতটা সফল হয়।”
তিনি বাজার পরিস্থিতির উদাহরণ তুলে ধরে বলেন, “গতকাল আমি লাউ কিনেছি ৮০ টাকায়, শিম ৮০ টাকা কেজি, সজনে ১৫০ টাকা কেজি, আর বেগুন ৮০ টাকা কেজি। তেলের দামও এক লাফে ১৪-১৫ টাকা প্রতি লিটারে বেড়ে গেছে।”
তারেক রহমান বলেন, “শীতকালীন ফসলের সময় কৃষকরা সঠিক দাম পায়নি। এটা শুধু কৃষকের প্রতি অবিচার নয়, রাষ্ট্রেরও ব্যর্থতা। যে ভারসাম্যটা রাখা উচিত ছিল—কৃষক যাতে দাম পায়, আর ভোক্তা যাতে অতিরিক্ত বোঝা না নেয়—সেটা সরকার করতে পারেনি।”
তিনি আরও বলেন, “আলু ও পেঁয়াজের ফলন ভালো হয়েছে। আগামী এক মাসেই বোঝা যাবে, মজুতদারদের হাত থেকে সরকার কীভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে।”
তারেক রহমান সরকারের প্রতি আহ্বান জানান, বাজার ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের এবং কৃষকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার, যাতে সাধারণ মানুষকেও আর মূল্যবৃদ্ধির চাপ সহ্য করতে না হয়।
Channel IR ডেস্ক রিপোর্ট