
Channel IR ডেস্ক রিপোর্ট
সংসদ ভবনের আকাশে এলজি প্রতীক—ফারুকীর সংস্কৃতিক যুদ্ধ নতুন ধাপে।
উপদেষ্টা ফারুকীর নেতৃত্বে চলমান সংস্কৃতিক যুদ্ধ এখন প্রকাশ্য ও স্পষ্ট। ইনক্লুসিভ হবার নামে যে সাংস্কৃতিক পুনর্গঠনের চেষ্টা চলছে, তার প্রতীকগুলো আর ঢাকতে পারছে না সরকার। এলজি-বান্ধব সংস্কারের প্রস্তাব, উৎসবে ইউনিকর্ন, আর সর্বশেষ সংসদ ভবনের মাথার ওপর ড্রোন শো—সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ফারুকীর প্রকল্প আসলে কোন সমাজের ছক এঁকে চলেছে?
ঈদের মিছিলে দেখা যায় ইউনিকর্ন—যেটা বিশ্বজুড়ে এলজি আন্দোলনের প্রতীক। প্রশ্ন উঠতেই ব্যাখ্যা আসে, এটা ‘বোরাক’। ধর্মীয় আবেগকে পাশ কাটিয়ে প্রতীককে রক্ষা করার পুরনো কৌশল—সমালোচকরা বলছেন, এ এক ‘চোখে ধুলো দেওয়া’র চেষ্টা।
কিন্তু গতকাল রাতের ঘটনা আগের সব বিতর্ককে ছাপিয়ে যায়। সংসদ ভবনের উপর ড্রোন শো-তে ভেসে ওঠে ডানাওয়ালা এক পুরুষ অবয়ব—এলজি কমিউনিটির বহুল চর্চিত প্রতীক। প্রশাসন এখনো কোনো ব্যাখ্যা দেয়নি। তবে এটা স্পষ্ট, এই প্রতীক এসেছে পরিকল্পিতভাবেই।
বিশ্লেষকরা বলছেন, ফারুকীর ‘ইনক্লুসিভ’ সংস্কৃতি মূলত একটি আদর্শিক রূপান্তরের কৌশলী প্রচেষ্টা—যার কেন্দ্রে রয়েছে প্রতীক যুদ্ধ, ব্যাখ্যা নিয়ন্ত্রণ, আর জনগণের চেতনায় ধাক্কা দেওয়া।
প্রশ্ন একটাই—এটা কি ‘সবাইকে জায়গা দেওয়ার’ চেষ্টা, না কি পরিচিত সমাজ কাঠামোকে নতুন করে লেখার একটি রাজনৈতিক অভিপ্রায়?
Channel IR ডেস্ক
প্রতিবেদক: ইয়াছিন খাইরুল্লাহ