আজ বুধবার ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শান্তির কথা বললেও অস্ত্রে ভরসা—নেটোর ছায়ায় ইইউর ১৭৬ বিলিয়ন ডলারের সামরিক জোট গঠন!

channel IR | ডেস্ক রিপোর্ট

আবু সাঈদ ৯ জুলাই ২০২৫

যেখানে ইউরোপীয় ইউনিয়ন (EU) শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের কথা বলে, সেখানে বাস্তবে তারা ইতিহাসের সবচেয়ে বড় সামরিক

বিনিয়োগের পথে এগোচ্ছে। নেটো সদস্য ও মিত্রদের জন্য ১৭৬ বিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা নিয়ে ইইউ এক নতুন সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে।

ব্রেক্সিটের পরও যুক্তরাজ্য এই সামরিক অর্থায়নের সুযোগ পাচ্ছে—নতুন দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে কানাডা সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে তারা অংশ নিতে পারবে। এদিকে ইউক্রেন চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এই তহবিল ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাচ্ছে, যা তাকে ইউরোপের সামরিক মহলে এক প্রভাবশালী অংশীদারে পরিণত করছে।

এমনকি নিরপেক্ষ দেশ আইসল্যান্ডকেও আসছে শরতে একটি নতুন “প্রতিরক্ষা অংশীদারিত্বে” যুক্ত হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।বিশ্লেষকদের মতে, এই বিপুল সামরিক ব্যয় ও কৌশলগত বিস্তারকে “নিরাপত্তা সহায়তা” হিসেবে তুলে ধরা হলেও, বাস্তবে এটি ইইউকে নেটোর অধীনে একটি শক্তিশালী সামরিক জোটে রূপান্তর করার এক সুপরিকল্পিত পদক্ষেপ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *