
Channel IR ডেস্ক রিপোর্ট
লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলা, দুই দেশের সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি
লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম জিওটিভি নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, হামলাকারীরা ভারতীয় নাগরিক।
Channel IR-এর লন্ডন প্রতিনিধি মুর্তজা আলী শাহ জানিয়েছেন, হাইকমিশনের জানালার কাচ ভেঙে দেওয়া হয়েছে এবং ভবনের সাদা দেয়াল ও ফলকে গেরুয়া রঙ ছিটিয়ে দেওয়া হয়েছে। হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় হাইকমিশনের সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে।
এর আগে, শনিবার শত শত ভারতীয় নাগরিক পাকিস্তান হাইকমিশনের বাইরে বিক্ষোভ করে। স্থানীয় পুলিশ সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে।
এদিকে, পাকিস্তান সমর্থকরাও হাইকমিশনের বাইরে পাল্টা সমাবেশ করেছে। সমাবেশ থেকে ভারতের দোষারোপের কূটনীতির নিন্দা জানানো হয়।
পটভূমিতে উল্লেখযোগ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় এক সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য আন্তঃসীমান্ত সন্ত্রাসের অভিযোগ এনেছে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান সাতটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে এবং পাল্টা পাকিস্তানও বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে, যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির বলেছেন, পাকিস্তান আত্মরক্ষায় সম্পূর্ণ সক্ষম এবং সেনারা পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “পাকিস্তানের স্থিতিশীলতা ও শক্তি আমাদের ইতিহাস ও ত্যাগের ওপর ভিত্তি করে তৈরি। আমরা মাতৃভূমির সুরক্ষায় একতাবদ্ধ।”
লন্ডনের পাকিস্তান হাইকমিশনে হামলার এই ঘটনা দুই দেশের সম্পর্কে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
Channel IR ডেস্ক রিপোর্ট | লন্ডন